Poetry
স্মৃতির শহর জুড়ে বর্ষা নামে
সবুজের চাদরে ঢাকা হিরন্ময় পথ
পিছু ফেরে,
রুপালি নদী, ফরেস্ট ঘাট, বোর্ডিং এর মাঠ, বুনো ঘাসে তিরিতির ফড়িং,
সোনালি ডানায় বিকেল আসে, আলোকিত সন্ধ্যা নামে
তবুও রয়ে যায় ফেরারি জীবন
নক্ষত্রে ওপারে, অনন্তের ঠিকানায় ।
অলস দুপুর ঘুরে বিকেল আসে
ক্লান্ত ঘুঘুদের নিরন্তর অবসাদ
ফ্রাঙ্কলিন মাউন্টেনে বিশালতায় তিরতির বাতাস ঘরে ফিরে
পূর্নতা পায় ফড়িং এর জীবন।
শুধু অনন্তর মহূর্তগুলি থেমে যায়
নক্ষত্রের আলোকমেলার ঠিকানায়।
মাছ রঙ্গা আলোয় সন্তর্পনে ছুয়ে থাকে স্মৃতির শহর
ধুসর বিকেলে ঝাপসা লেন্স জুড়ে সাদা বাড়ি
বোর্ডিং এর মাঠে বুনো সবুজ ঘ্রান
আলোকময় ঘরে ফেরা
শৈশব হারায় না, নক্ষত্রের বিশালতায়…
অনিঃশেষ অনুভবে ।
নক্ষত্রের নিঃশব্দতা ভেঙ্গে যায়,
বৃষ্টির ডাক,
জানালার শার্সিতে আকুল বন্যা
ধুসর রাতের কালান্তরে
শিহরিত অনুরন ।
আঙ্গিনায় সমান্তরাল জীবন
কখনও ক্লিয়ার লেকের চৌদ্দতলায়
কখনও সাদার বাড়ির তিনতলায়
বর্ষা নামে
অস্তিত্বের মুহূর্ত গুলি তিরিতির ফড়িং
পেরিয়ে যায়
ত্রিমাত্রিক সময়, আনন্দময় শৈশব, স্মৃতির শহর,
মেটামরফোসিস।